শ্রীমঙ্গল থানা রিক্সা চালক নির্বাচনে সভাপতি শফিক সাধারণ সম্পাদক কামাল

0
170

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল থেকেঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রিকশা চালক শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অত্র সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচনে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে অনুষ্ঠিত নির্বাচনে ৬ জন নির্বাচন কমিশনারের মাধ্যমে ভোট পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন পুলিশ প্রশাসন ও স্থানীয় জন প্রতিনিধিবৃন্দ।

শরিবার (১৮ মার্চ) ২০২৩ খ্রিঃ শ্রীমঙ্গল পৌরসভায় সকাল ১০ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত ভোট প্রদান করা হয়েছে। সন্ধ্যা ৮ টায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন সদস্যদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, কাজী মো,আব্দুল করিম (প্যানেল মেয়র -১ ও কাউন্সিলর শ্রীমঙ্গল পৌরসভা। নির্বাচন কমিশনার, মীর এম,এ, সালাম, প্যানের মেয়র-২ ৭ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর শ্রীমঙ্গল পৌরসভা। মোঃ আলকাছ মিয়া,কাউন্সিলর ১ নং ওয়ার্ড, শ্রীমঙ্গল পৌরসভা,ইসমাইল মাহমুদ, রিপোটার্স দৈনিক দেশকাল পত্রিকা, মো,জাহেদ মিয়া,সাধারণ সম্পাদক, শ্রীমঙ্গল রিক্সা মালিক সমিতি,মো আব্দুস শুকুর প্রতিনিধি,দৈনিক প্রতিদিনের সংবাদ।

উক্ত নির্বাচনে সভাপতি পদে আনারস মার্কায় ৩৬৪ ভোটে শফিক আহমেদ জয়লাভ করেন। চেরাগ আলী চেয়ার মার্কায় ১৩৮ ভোট ও চুনু মিয়া ছাতা মার্কায় ৯৮ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে ঘোড়া মার্কায় ২৮৭ ভোটে মতিউর রহমান ১ সহ-সভাপতি, মোরগ মার্কায় ১৬৮ ভোটে নূর মোহাম্মদ ২সহ-সভাপতি, চাকা মার্কায় ১৬১ ভোটে আব্দুল হাসিম ৩ সহ-সভাপতি হয়েছেন। সাধারণ সম্পাদক পদে কামাল মিয়া ফুটবল মার্কায় ৩২৮ ভোট পেয়ে জয়লাভ করেন, অপর দিকে ইব্রহিম মিয়া,গরুরগাড়ি মার্কায় পেয়েছেন ২০৯ ভোট। সহ-সম্পাদক পদে মোঃ রুবেল মোটরসাইকেল মার্কায় ৩৪০ ভোটে ১সহ-সম্পাদক,মোঃ জসিম, থালা-চাবি মার্কায় ২০৯ ভোটে ২ সহ-সম্পাদক।
নির্বাচনে দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক এবং কোষাধ্যক্ষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে ২০ ভোটে নির্বাচিত হলেন, মো,ইয়াসিন মিয়া, সমাজ কল্যায়ন পদে মো.মাসুম মিয়া নির্বাচিত হয়েছেন ও কার্যকরী সদস্য হিসেবে ১,ওয়াসিম,২,সালমান-শাহ,৩,মো,হোসেন নির্বাচিত হোন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যাতি চৌধুরী, শ্রীমঙ্গল ট্রাক,ট্রাংকলরি,কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান মিয়া, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাউন্সিল মাসুদুর রহমান মসুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য রুবেল আহমেদ, মানবাধিকার কর্মী ও সংবাদ কর্মী আমিনুর রশীদ চৌধুরী রুমন,সংবাদ কর্মী রূপক দত্ত, এছাড়া উপস্থিত ছিলেন জনপ্রতিধি, পুলিশ প্রসাশন সহ সকল শ্রমিক বৃন্দ।