শ্রীমঙ্গল উদয়ন বালিকা বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

0
61

কাওসার ইকবাল,শ্রীমঙ্গল থেকেঃ শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ গতকাল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার সন্জিত কুমার দাশ।

উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী ডাঃ নুজহাত বৃষ্টি সম্মানিত অতিথির আসন অলংকৃত করেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়। এরপর ফুল দিয়ে অতিথিদের বরণ করা হয়।
এর পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
একক সংগীত পরিবেশন করে প্রাক্তন শিক্ষর্থী স্নেহা ঘোষ, বহ্নিশিখা দও, পায়েল কৈরী, প্রত্যাশা পাল খুশী, ঐন্দ্রিলা মহালদার, দিশা রায়, জান্নাতুল ফেরদৌস। ধামাইল সংগীত পরিবেশন করে জয়া দাশ, শ্রদ্ধা দাশ, বহ্নিশিখা দও, শ্রাবন্তী দেব।
লালনগীতি পরিবেশন করে পায়েল কৈরী, প্রত্যাশা পাল খুশী, ঐন্দ্রিলা মহালদার।
নৃত্য পরিবেশন করে স্নেহা মণি দেবনাথ, শ্রদ্ধা দাশ, পায়েল কৈরী, প্রত্যাশা পাল খুশী, ঐন্দ্রিলা মহালদার প্রমূখ।

সবশেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একই সাথে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here