শ্রীমঙ্গলে ৩০ পিস ইয়াবাসহ আটক পিচ্চি সোহেলহ্যাঁকে আদালতে প্রেরণ

0
95

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার (২৭ ডিসেম্বর ) শ্রীমঙ্গল থানা এলাকায় ৩০ পিছ ইয়াবাসহ মোঃ মালেক হোসেন সোহেল উরুপে পিচ্চি সোহেল (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, গতকাল রাত সোয়া ৭ টায় শ্রীমঙ্গল থানার এসআই আমিনুল ইসলাম একদল পুলিশসহ শ্রীমঙ্গল শহরের জালালিয়া রোড থেকে মালেক হোসেন ওরফে পিচ্চি সোহেলকে আটক করে। পুলিশ তার দেহ তল্লাশি করলে প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ পিছ নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামি শ্রীমঙ্গলের জালালিয়া রোডের মৃত আনিছ রহমানের ছেলে। আসামি মালেক হোসেন সোহেল শ্রীমঙ্গল শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা যায়। তার বিরুদ্ধে আরও মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে এসআই আমিনুল নিশ্চিত করেছেন।মামলা নং-৩৫, তারিখ ২৭-১২-২০২২।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here