শ্রীমঙ্গলে সাতগাঁও ফাঁড়ির পুলিশের হাতে সিএনজিসহ ২ গরু চোর আটক

0
213

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির টহলরত পুলিশের হাতে মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর সোয়া চারটার দিকে সিএনজিতে (হবিগঞ্জ- থ ১১৭০১১) করে চুরির গরু পরিবহন করা অবস্থায় দুই জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো মোঃ বিল্লাল মিয়া (৪৫)ওরুফে জিল্লাল, পিতা মৃত মোহাম্মদ আলী,গ্রাম বামকান্দি, থানা সদর, জেলা হবিগঞ্জ। অপরজন সিএনজি চালকের সহযোগী মোরশেদ নিয়া (৩০) গ্রাম বামকান্দি, হবিগঞ্জ সদর, জেলা হবিগঞ্জ।
এ ব্যাপারে সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিমের সাথে কথা হলে তিনি জানান “হবিগঞ্জ জেলার সদর থানাধীন কোর্ট স্টেশন বাজার সংলগ্ন দৌলতপুর ছয়মদ হাজির খলা নামক স্থান হতে সিএনজিতে একটি চুরির গরু নিয়ে উল্লেখিত দু’জন মৌলভীবাজারের দিকে যাচ্ছিলেন। শ্রীমঙ্গল থানাধীন কালেঙা মোরে আসলে আমরা তাদের আটক করি।
আটকের পর আজ বিকেলে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করেছি।আইনি প্রক্রিয়া চলমান।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here