শ্রীমঙ্গলে সন্ত্রাসী হামলায় এক সাংবাদিক ছুরিকাহত

0
150

নিজস্ব প্রতিনিধি,আমার সিলেট রিপোর্টঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সন্ত্রাসীদের হামলায় এক সাংবাদিক ছুরিকাহত হয়েছে। আহত সাংবাদিকের নাম সোলেমান আহমেদ মানিক।সংবাদ লেখা পর্যন্ত সে শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
চিকিৎসারত থাকা অবস্থায় তার সাথে বিস্তারিত কথা বলা যায়নি। তবে সাথে থাকা স্বজনদের থেকে জানা গেছে,মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় বাদ মাগরীব মোটরসাইকেল যোগে শহর থেকে বাসায় ফেরার পথে কলেজ রোডস্থ উদয়ন বালিকা স্কুলের সম্মুখে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করলে প্রাণে বাঁচতে দৌড়ে শ্রীমঙ্গল থানায় প্রবেশ করেন। পরে শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে চলে যায়। তার শরিরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা যায়। তবে তার উত্তেজিত কথাবার্তা থেকে শুনা যায়, স্থানীয় একটি প্রভাবশালী মহল সংবাদ লেখালেখিতে ক্ষুব্ধ হয়ে হামলা করিয়েছে।
এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি বলে পুলিশ সূত্রে জানা যায়।অভিযোগ পেলে ব্যাবস্হা নেওয়া হবে বলে আস্বস্ত করেছে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here