শ্রীমঙ্গলে পৌর মণ্ডপগুলোতে ৫০০কেজি করে চালের ডিও ফরম বিতরণ ও প্রার্থণা

0
214

রূপক দত্ত চৌধুরী,শ্রীমঙ্গল থেকেঃ শ্রীমঙ্গল উপজেলা শহরের হবিগঞ্জ রোডস্থ শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া মন্দিরে ২৮শে সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ৫০০কেজি চালের ডিও ফরম বিতরণ অনুষ্ঠিত হয়।

সভায় পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পুজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি সুমন রায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বপন রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা.হরিপদ রায়, সহ-সভাপতি সুনীল বৈদ্য শচী, সাবেক সাধারণ সম্পাদক অজয় কুমার দেব, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জহর তরফদার, সদর ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক সুদীপ দাস রিংকু, পৌর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি উজ্জ্বল বনিক্য লিটন ভট্টাচার্য, জনি পাল সহ সম্পাদক প্রনব বৈদ্য, চন্দন রবিদাশ, বনিক্য,সাংগঠনিক সম্পাদক নৃপেশ ঘোষ কোষাধ্যক্ষ শেখর বৈদ্য কানন, সদস্য বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থণা করা হয়।

পরে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফহুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আলহাজ্ব ড.আব্দুস শহীদ এমপি’র সুস্থতার জন্য বিশেষ প্রার্থণা করা হয়েছে।

এছাড়াও পঞ্চগড়ে মহালয়ার দিনে নৌকা ডুবিতে মৃত্যু বরণকারী ব্যক্তিদের স্মরণে শোক প্রকাশ করে ১মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল পৌর এলাকার মোট ১৪টি পুজা মন্ডপে ৫০০কেজি চালের ডিও ফরম বিতরণ করা হয়েছে।

পৌরসভার প্রত্যেক সার্বজনীন মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ভলেন্টিয়ারদের মাঝে পোষাক ও লাঠি বিতরণ করা হয়েছে।

পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি সুমন রায় বলেন, সরকার নির্দেশনা মোতাবেক পৌর পুজা উদযাপন পরিষদের তত্বাবধানে পৌর এলাকার প্রতিটি সার্বজনীন মন্দিরের কমিটিকে পালনের কথা আমরা সবাইকে অবগত করেছি। এবছর শারদীয় দূূর্গোৎসবে পৌরসভার সকল পুজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান তারা।