শ্রীমঙ্গলে তিন কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ

0
719

নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুছ ছালিকের নেতৃত্বে তিন কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে রোববার দুপুরে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সূত্রে জানা যায় মাদক ব্যবসায়ী আবুল কাশেম (৩০) পিতা-মৃত মফিজ আলি,গ্রাম লইয়ারকুল, থানা শ্রীমঙ্গল। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ আবুল কাশেমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি আবদুস ছালিক’র নেতৃত্বে অংশগ্রহণ করেন, এএসআই সারোয়ার, এএসআই জিবন বাকতি, এস আই দুর্জয় সরকারসহ পুলিশের একটি দল।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)এর টেবিল ১৯(ক) ধারা মতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা নং-১৩, তারিখ ১৬-মে ২০২১ ইং ।
ওসি আবদুছ ছালিক জানান, “৩ কেজি গাঁজাসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদক মামলার অনুকূলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here