শ্রীমঙ্গলে জাতীয় তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

0
235

“সরকারী ২টি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল শতভাগ হলেও বাকী ৩৮ টি সরকারী প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল আপডেট নেই”

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় তথ্য অধিকার দিবস “২০২২” উপলক্ষ্যে আলোচনা সভা, র‌্যালী ও সরকারী অফিসের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ রির্পোট উপস্থাপনের মাধ্যমে এ কর্মসুচি পালিত হয়।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর ২০২২) সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে এ কর্মসুচি পালিত হয়।
উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি, শ্রীমঙ্গলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
টিআইবি শ্রীমঙ্গলের এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, গণমাধ্যমকর্মী এসকে দাশ সুমন, শিমুল তরপদার ও সনাক সদস্য দেলওয়ার হোসেন মামুন প্রমুখ।
অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটি সনাকের পক্ষ থেকে উপজেলার ৪০ টি সরকারী অফিসে জণগণের তথ্য পাওয়ার প্রধান ক্ষেত্র ওয়েব পোর্টাল স্টাডি রির্পোট উপস্থপন করা হয়। সরকারী ২টি প্রতিষ্ঠানের শতভাগ হলেও বাকী ৩৮ সরকারী প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল আপডেট নেই বলে রির্পোটে জানা গেছে। এরমধ্যে ৪টি প্রতিষ্ঠানের কোন ওয়েব পোর্টাল নেই বা শুন্য কোটায় রয়েছে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন সরকারী অফিসে ওয়েভ পোর্টাল শতভাগ আপডেট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পার্থ সারথী সংহ, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: দুদু মিয়া, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধরী, সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেকসহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, তথ্য কর্মকর্তা প্রমুখ।