শ্রীমঙ্গলে কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় মালামালসহ আটক-১

0
1414
শ্রীমঙ্গলে কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় মালামালসহ আটক-১
শ্রীমঙ্গলে কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় মালামালসহ আটক-১

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে ৯৪ লক্ষ ছাব্বিশ হাজার টাকা মূল্যের ৯৩২ বক্স ভারতীয় চশমা, ৮ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের পিকআপ সহ মোট এক কোটি দুই লক্ষ ছিয়াত্তোর হাজার টাকার মালামাল সহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সুত্রে জানা যায়, শুক্রবার ৭ মে ভোর ৪ টার দিকে উপজেলা শহরের সিন্দুরখান রোডস্থ শিববাড়ি বাজার থেকে ভারতীয় ৯৩২ বক্স চশমা, একটি মিনি পিকআপসহ ১ জনকে আটক করা হয়। হয়। জানা যায়, জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির নাম মো. শুভ (২০), পিতা মৃত আব্দুল খালিক, মাতা সানোয়ারা বেগম, সাং মতিগঞ্জ, থানা শ্রীমঙ্গল, মৌলভীবাজার বলে জানায়।

শ্রীমঙ্গলে কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় মালামালসহ আটক-১
শ্রীমঙ্গলে কোটি টাকার অধিক মূল্যের ভারতীয় মালামালসহ আটক-১

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান আমার সিলেটকে বলেন, মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া স্যারের নির্দেশনায় আমি ও আমাদের জেলা গোয়েন্দা এসআই কাজী আরিফ আহমেদ,এসআই জুনেদ আহমেদ, এএসআই বাসু কান্তি দাশ, এএসআই জিতেন কর্মকার, এএসআই রকি বড়ুয়া, ডিবি সদস্য সুমন চন্দ্র পাল, চন্দ্র শেখর মুখার্জী,রূপক চন্দ্র দাস,আতাউর রহমানসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরচালনা করে মালামালসহ একজনকে আটক করেছি এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
অপরদিকে স্থানীয় সচেতন মহলের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন এই বলে যে,শ্রীমঙ্গল সীমান্তে বিজিবির একটি বিরাট অংশ থাকার পরেও কিভাবে তা ঘটছে কারা এর পিছনে রয়েছে তা খতিয়ে দেখা উচিত প্রশাসনের।