শ্রীমঙ্গলে অভ্যন্তরীন বোরোধান সংগ্রহ-২৩ এর উদ্বোধন করেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি

0
126

কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকেঃ
আজ বুধবার (১০ মে) দুপুরে ভানুগাছ রোডস্থ শ্রীমঙ্গল উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে অভ্যন্তরীন বোরোধান সংগ্রহ-২০২৩ এর উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তকদীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপক চন্দ্র মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শ্রীমঙ্গল সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ সামাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here