শীতে দিশেহারা নিম্ন আয়ের মানুষঃসামর্থ্যবানদের করণীয়

    0
    265

    আমারসিলেট24ডটকম,২৭ডিসেম্বরঃ শ্রীমঙ্গল সহ দেশের বিভিন্ন জায়গায় কনকনে শীত আর ঘন কুয়াশায় জন-জীবন বিপন্ন। ঘন কুয়াশা আর পাহাড়ী ঠান্ডা হাওয়ায় দিশে হারা হয়ে পড়েছে ছিন্ন মূল নিম্ন আয়ের মানুষ। ৫/৬ দিন ধরে জেকে বসেছে এই শীত। গত চারদিন ধরে সূর্যের দেখা মিলছে না অনেক এলাকায়। মাঝে মধ্যে সূর্যের দেখা গেলেও তেমন কোন গরম আবহাওয়ার প্রভাব নেই। তীব্র শীতের কবল থেকে রক্ষা পেতে শীতপ্রবল জেলা গুলোর গ্রাম গঞ্জে দরিদ্র ও ছিন্ন মূল মানুষ খড় কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে। দেশের বিভিন্ন এলাকা থেকে শিশুও বৃদ্ধদের  ঠাণ্ডা জনিত কারনে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
    অন্যদিকে বিএনপি সহ ১৮ দলীয় জোটের টানা অবরোধের কারণে এ বছর কোন দানশীল ব্যক্তি দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের সুযোগ পায়নি। ফলে অনেক জেলার গ্রাম গঞ্জের দরিদ্র মানুষ গত বছরের চেয়ে এ বছর কনকনে শীতের কষ্টে ভুগছে।সামর্থ্যবানদের উচিৎ দ্রুত ছিন্ন মূল নিম্ন আয়ের মানুষদের জন্য তাদের হাত বারিয়ে দেওয়া।