শি জিনপিং চীনে আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

    0
    572

    চীনে আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা শি জিনপিং। আজ বৃহস্পতিবার রাজধানী বেইজিংয়ের কেন্দ্রস্থলে ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে জাতীয় কংগ্রেসের অধিবেশনে তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।
    ১৯৪৯ সালে চীনা কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পর এটি হবে তাদের দ্বিতীয়বারের মতো সুশৃঙ্খলভাবে নতুন মেয়াদে উত্তরাধিকার নির্বাচন।
    গত নভেম্বরে শি জিনপিং চীনা কমিউনিস্ট পার্টি ও সেনাবাহিনীর প্রধান নির্বাচিত হন। ৫৯ বছর বয়সী শি জিনপিং কেন্দ্রীয় সেনা কমিশনেরও প্রধান নির্বাচিত হন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি এখন দল, রাষ্ট্র ও সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দেওয়ার পুরোপুরি ক্ষমতা অর্জন করলেন।
    প্রেসিডেন্ট নির্বাচনে শি জিনপিংয়ের বিরুদ্ধে একটি ‘না’ ভোট পড়েছে। অনুপস্থিত ছিলেন তিনজন।
    দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শি জিনপিং তাঁর পূর্বসূরি প্রেসিডেন্ট হু জিনতাওয়ের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানান এবং করমর্দন করেন। এর আগে লি ইয়ানচো ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন বলে রয়টার্স জানায়।
    আগামী শুক্রবার এক নির্বাচনের মধ্য দিয়ে উপপ্রধানমন্ত্রী লি কেকিয়াং দেশটির প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের স্থলাভিষিক্ত হবেন।

    শি জিনপিং চীনে আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত
    শি জিনপিং চীনে আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত