শায়েস্তাগঞ্জ কবরস্থান থেকে টমটম চালকের লাশ উদ্ধার!

0
73

নূরুজ্জামান ফারুকী, বিশেষ প্রতিনিধি: শায়েস্তাগঞ্জে নিখোঁজের ২ দিন পর আয়াত আলী (২৫) নামে এক টমটম চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পুরাসুন্দা গ্রামের জুয়াদুল্লাহ টিলা এলাকার সুরত আলীর ছেলে।

রবিবার (২৬মার্চ) বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের বড়বাড়ি কবরস্থান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের ছোট ভাই রিতু মিয়া জানান, স্থানীয় এক ব্যক্তির টমটম ভাড়ায় চালাতো তার ভাই আয়াত আলী ।বৃহস্পতিবার রাতে টমটম নিয়ে সুতাং বাজারে যাওয়ার পথে তার সাথে শেষ কথা হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো।

সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে শনিবার রাতে নিহতের বড় বড় ভাই বিলাল মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক কামাল সংবাদ লেখা পর্যন্ত জানান, “লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here