শায়েস্তাগঞ্জে টমটম চাপায় এক শিশুর মৃত্যু

0
317

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধিঃ  হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের মনিকা সিনেমা হলের নিকট টমটমের চাপায় অমৃতা রবি দাস (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ওই সড়কে আধঘন্টা যানবাহন চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্দ জনতা। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

সে নিজগাঁও এলাকার সুরেশ রবি দাসের কন্যা। বিকেলে সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় একটি বেপরোয়া টমটম তাকে চাপা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে।

লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় শিশুটি মারা যায়।

সংবাদ লেখা পর্যন্ত সদর থানার ওসি মাসুক আলী জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে অমৃতার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here