শ্রীমঙ্গলে জাতীয় বীমা দিবস পালিত

0
435
শ্রীমঙ্গলে জাতীয় বীমা দিবস পালিত
শ্রীমঙ্গলে জাতীয় বীমা দিবস পালিত

শ্রীমঙ্গলে (মৌলভীবাজার) প্রতিনিধি: “প্রধানমন্ত্রী’র অঙ্গীকার,বীমা হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে প্রতি বছরের ন্যায় এবারও র‌্যালী ও আলোচনা সভা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১লা মার্চ ২০২২) দিবসটি উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় বীমা দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ কামরুজ্জামান মহসিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন।

উক্ত সভায় উপস্থিত থেকে বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তারা বক্তব্য রাখেন, যথাক্রমে প্রদীপ দেবনাথ, মোঃ আন্নাছ মিয়া, মো সাবজুল আলম, আমিনুর রশিদ রুমান , জমসেদ আহমেদ, মো. মনির মিয়া, মো. সাজ্জাদ হোসেন প্রমূখ।

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দীন জাতীয় বীমা দিবসের তাৎপর্য তুলে ধরে সমাপনী বক্তব্যে স্হানীয় বীমা প্রতিনিধিদের উদ্দ্যেশে প্রয়োজনীয় নানা দিক তুলে ধরে নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এছাড়াও বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।