সিলেট লামাকাজী ছাত্রদলের উদ্যোগে হরতাল

    0
    277

    আমার সিলেট  24 ডটকম,০৭নভেম্বরঃ ১৮ দলীয় ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের শেষ দিনে সিলেট সদর উপজেলা লামাকাজীতে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি লামাকাজী ও সুনামগঞ্জ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় লামাকাজী পূর্ব পারে পথসভায় মিলিত হয়।

    সিলেট সদর উপজেলা যুবদলের সভাপতি আইনুল হক মেম্বারের সভাপতিত্বে সদর ছাত্রদল নেতা শাহ খালেদ মাহমুদ মুমিনের পরিচালনায় পথ সভায় বক্তরা বলেন, দেশব্যাপী টানা ৬০ ঘঁন্টা হরতালে লামাকাজীতে শান্তিপূর্ণভাবে হরতাল সফল করে দেশের ৯০ ভাগ মানুষের প্রাণের দাবী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায় বলেন বিএনপি নেতৃবৃন্দ। বক্তারা তাদের ভাষায়, অবৈধ সরকারের সকল অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়াতে ১৮ দলীয় জোটের প্রতি আহবান জানান। টানা ৬০ ঘন্টা হরতাল সকল ভয়-ভীতি উপেক্ষা সফল করায় লামাকাজীবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান।

    বক্তরা আরো বলেন, অবিলম্বে ১৮ দলের গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানান। অন্যথায় জুলুমবাজ সরকারের সকল ষড়যন্ত্রের জবাব রাপথে দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

    মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্রদল নেতা হাফিজ আহমদ সুহেল, এম.এ দিলোয়ার, আফজাল হোসেন, জৈন উদ্দিন, হাফিজ আহমদ, আমিনুর রহমান, কাওছার আহমদ, মিলন, সালমান, খালেদ, এখলাছুর রহমান, মোস্তাক, রুহেল, এমরান, শাজন, শাহদত, রুহেল, আব্দুল আহাদ, জাহেদ, আলী আহমদ, খায়রুল, জুমুন, অপু, সাদিক, ইউসুফ পাবেল, নোমান প্রমুখ।