লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন,পরিকল্পিত না অসাবধানতা;দায়ী কে ?

0
1403
লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন,পরিকল্পিত না অসাবধানতা;দায়ী কে ?
লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন,পরিকল্পিত না অসাবধানতা;দায়ী কে ?

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মাঝামাঝি বনভূমি লাউয়াছড়া জাতীয় উদ্যানের কমলগঞ্জ অংশের বিভিন্ন স্থানে শনিবার ২৪ এপ্রিল দুপুর থেকে অগ্নিকাণ্ডে লাউয়াছড়া উদ্যানের বেশ কিছু ছোট আকারের বনজ গাছ গাছড়া, গল্লাবেত জ্বলে ছাই হয়ে গেছে কি পরিমান ক্ষতি হয়েছে এ বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

তবে সাধারণ মানুষের দাবী জঙ্গলে কারা আগুন দিবে যাদের স্বার্থ রয়েছে তারা ছাড়া আর কারো আগুন দিয়ে লাভ নেই। এখন প্রশ্ন হল- যদি এ কথা সত্য হয় তাহলে কাদের স্বার্থ কেমন স্বার্থ কেন-ই বা আগুন দিয়ে পশু পাখির আবাস স্থল জঙ্গলমুক্ত করে শ্মশান করা হচ্ছে এর উত্তর খুঁজে বাহির করার জন্য পথচারীদের কেহ কেহ অনুরোধ করে এবং বলেন আশ পাশে জায়গা দখল কারী অনেকেই থাকার কথা কিন্তু আগুন লাগাতে লুকিয়ে আছে কেন আপনারা একটু খুঁজে দেখুন।

এদিকে ঘটনার পর পর প্রথমে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সুত্রে আগুন নিয়ন্ত্রণের কথা শোনা গেলেও শেষ পর্যায়ে অর্থাৎ আজ বিকাল সাড়ে ৩ টায় জঙ্গলের বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা যায় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে প্রথমে বেশ কিছু এলাকার আগুন তারা নিয়ন্ত্রণে এনেছিল পরে আগুনের থেকে যাওয়া স্পুলিঙ্গ থেকে আবার আগুনের বৃদ্ধি ঘটে, স্থানীয়দের ধারণা পুরোপুরি না নেভালে বনের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।এমন কি এই সুযোগে দখলকারীদের সাপে ভর হয়ে যাবে।বিস্তারিত আসছে…

লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন,পরিকল্পিত না অসাবধানতা;দায়ী কে ?
লাউয়া এলাকার ছড়া জাতীয় উদ্যানে আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মিরা।