রাসূল (দ:) এর আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেইঃবক্তাগণ

    0
    240

    আমারসিলেট24ডটকম,২৫ফেব্রুয়ারী,এস,এম,সুলতানচুনারুঘাটে আ’লা হযরত ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ২দিন ব্যাপী ৩য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন। গত ২৩ ও ২৪ ফেব্র“য়ারি প্রতিদিন বাদ আসর হইতে রাত্র ১২ ঘটিকা পর্যন্ত চুনারুঘাট পৌর শহরস্থ দক্ষিণ বাস স্ট্যান্ড সংলগ্ন ময়দানে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া ও আলহাজ্ব আবুল হোসেন মহালদারের সভাপতিত্বে এবং অত্র পরিষদের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, অর্থ সম্পাদক আজিজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোঃ বিলাল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। অত্র পরিষদের সভাপতি সাংবাদিক এস,এম, সুলতান খানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে তফসিরুল কোরআন মাহফিল প্রধান মোফাচ্ছির হিসেবে আল্লামা অধ্যক্ষ মুফতি জাহাঙ্গীর আলম মোজাহেদী (ঢাকা)। প্রতিদিন তাফসির মাহফিলে বয়ান করেন আল্লামা মোশারফ হোসেন হেলালী (ঢাকা), আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা শাহজালাল আহমদ আখঞ্জী, আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, আলহাজ্ব মাওলানা উপাধ্যক্ষ শেখ মোশাহিদ আলী, অধ্যাপক শেখ শহিদুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম জাফরী, মাওলানা মুফতি মুসলিম খান, মাওলানা সালেহ্ আহমদ তালুকদার, মাওলানা জুবাইর আহমদ রহমতাবাদী, মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, মাওলানা হাফিজ আহমদ নিজামী শাফি, মাওলানা আজিজুর রহমান সোহাগ ও মাওলানা মোশাহিদুল ইসলাম প্রমুখ।

    উলামায়ে কেরামগণ বলেন, আল্লাহর জমিনে মানব জীবনে রাসূল (দ:) এর আদর্শ প্রতিষ্ঠার বিকল্প। কোরআন সুন্নাহর দিক থেকে মানব জাতিকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আজ বিশ্ব মুসলিম তথা মানব জাতি ভিন্ন ভাবে লাঞ্চিত হচ্ছে এবং পৃথিবী অশান্তির দিকে ধাবিত হচ্ছে। পরিশেষে বিশ্ব মুসলিম তথা মানব জাতির শান্তি ও কল্যাণ কামনা করে শেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।