যেই ট্রাকের হেলপার সে ট্রাকের চাপায়-ই নবীগঞ্জে নিহত-১

0
99

নূরুজ্জামান ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ফুলতলী বাজার নামক স্থানে নিজের চালিত ট্রাকের চাপায় তোফায়েল আহমেদ (২১) নামের এক হেলপার নিহত হয়েছে।
নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ফুলতলী বাজারে রোববার (২৩-অক্টোবর-২০২২) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের বাহুবল গ্রামের বাসিন্দা মোঃ আমির হামজা মিয়ার ছেলে মোঃ তোফায়েল আহমেদ। দশকাহনিয়া গ্রামের শরিফ মিয়ার মালিকানাধীন ড্রাম ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিল।

রোববার দুপুর দেড়টার দিকে নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে ট্রাকের মধ্যে একটু সমস্যা দেখা দিলে হেলপার তোফায়েল আহমেদ ট্রাকের নিচে গিয়ে কোথাও কোনো সমস্যা কি না তা দেখছিলেন। এমতাবস্থায় ট্রাক চালক গাড়িটি ছেড়ে দিলে হেলপার তোফায়েল আহমেদ গুরুতর আহত হয়।

স্থানীয়রা দেখতে পেয়ে তোফায়েলকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই মোঃ তাজুল ইসলাম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here