যশোরের শার্শা সীমান্তে ইছামতি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0
167
যশোরের শার্শা সীমান্তে ইছামতি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
যশোরের শার্শা সীমান্তে ইছামতি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ মে ২০২২) সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে সীমান্তের ইছামতি নদীতে বাংলাদেশ অংশে একটি লাশ ভাসতে দেখে তারা প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান তবিবর রহমানকে জানান। পরে তিনি পুলিশে ও বিজিবিকে খবর দেন।পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

শার্শা থানার এসআই জামাল উদ্দিন বলেন, স্থানীয় গোগা ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে আমরা জানতে পারি ইছামতি নদীর বাংলাদেশ অংশে একটি লাশ ভাসছে। এরপর পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।

গোগা বিজিবি ক‍্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সালে আহম্মেদ জানান, সীমান্তের ৪৪ নাম্বার পিলার এর মাঝ বরাবর লাশ টি নদীর মাঝ খানে ভাসতে দেখা যাই  পরে  বিজিবি ও পুলিশ লাশটি উদ্ধার কাজ শুরু করে।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত উদ্ধারকৃত লাশের পরিচয় জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here