মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান স্বপরিবারে করোনা মুক্ত

0
751
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান স্বপরিবারে করোনা মুক্ত

মিনহাজ তানভীরঃ করোনার দ্বিতীয় ঢেউ শুরুর প্রাক্কাল থেকেও জেলা ব্যাপী বিভিন্ন অভিযান ও স্বাস্থ্য বিধি পালনে জনগণকে সচেতন করতে গিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এক সময় নিজে এবং পরিবারের সকল সদস্যরা করোনা পজিটিভ হয়ে পরেন।তার পর থেকে তিনি স্বপরিবারে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ আছেন।

তিনি জানান, স্বপরিবারে করোনা পরীক্ষার জন্য করোনা স্যাম্পল প্রদান করলে ৩১ জুলাই প্রতিবেদনে করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তিনি এই সুস্ততার জন্য মহান আল্লাহর শুক্রিয়া আদায় করেন এবং সকলের সু-স্বাস্থ্য কামনা করে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।

প্রসঙ্গত,মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান গত ৫ জুলাই ২০২১ তারিখ থেকে স্বপরিবারে করোনা আক্রান্ত হলে এতদিন হোম আইসোলেশন থেকে চিকিৎসা নেন।

উল্লেখ্য,গত বছরের ৫ জুলাই মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন তিনি। করোনা নিয়ন্ত্রণে লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা ব্যাপী মাঠে তৎপর ছিলেন। এরই মধ্যে ১০ জুন সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে শুদ্ধাচার পুরস্কার ও অর্জন করেছেন।