মৌলভীবাজার জঙ্গি আস্তানার আধ কিমি কর্ডনঃআসছে সোয়াট

    0
    174

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯মার্চ,হৃদয দাশ শুভ: মৌলভীবাজারের দু’টি জঙ্গি আস্তানায় অভিযানে যোগ দিতে ঢাকা থেকে রওনা দিয়েছে সর্বাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিকস টিম সোয়াট ।

    বুধবার বেলা সোয়া ১১টার দিকে সোয়াটের একটি টিম মাইক্রোবাসযোগে ঢাকা থেকে রওনা দেয় বলে জানিয়েছে একটি সূত্র।

    মঙ্গলবার দিবাগত রাত থেকে মৌলভীবাজার শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে ফতেহপুর গ্রামের ওই দু’টি জঙ্গি আস্তানা ঘেরাও করে রেখেছে পুলিশ। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে, আর ফতেহপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে।
    স্থানীয়রা জানান, সে দু’টি বাড়িই এক লন্ডনপ্রবাসীর। তার নাম সাইফুল ইসলাম। তিনি সপরিবারে লন্ডনে থাকেন।

    আজ বুধবার ভোররাতের দিকে অভিযান শুরু করলে জঙ্গিরা গুলি ছুড়ে। সকালে একের পর এক গ্রেনেড ছুঁড়েও মারে তারা।

    সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেও দু’টি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সাড়ে ১০টার দিকে বড়হাটের ‍আস্তানার ভেতরে বিকট শব্দে তিনটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
    রাশেদুল ইসলাম বলেন, রাত থেকে কৌশলে আমরা এলাকাবাসীকে সরিয়ে নিতে পেরেছি। এখন জঙ্গিদের কব্জা করার সব চেষ্টা চলছে।

    বড়হাটের স্থানিয় এক গৃহিণী জানান “পুলিশ  মসজিদের মাইকে  ঘোষণা  করে আমাদের সতর্ক থাকতে বলেছেন কিন্তু আমরা তো বাচ্চাদের নিয়ে আতংকে আছি। গুলির শব্দে মধ্যে মধ্যে ঘর বাড়ি কেঁপে উঠছে।”

    ইতিমধ্যে মৌলভীবাজার জঙ্গি আস্তানার আধ কিঃ মিঃ কর্ডন করে রাখেছে আইন শৃঙ্খলা বাহিনী।