মৌলভীবাজারে লাখ টাকার গাঁজাসহ চুনারুঘাটের মাদক ব্যবসায়ী আটক

0
40

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার সদরে ৫ কেজি গাঁজাসহ হিরো ভূঁইয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক জানান, রোববার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার শহরে কিলো ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বাস স্ট্যান্ডের হবিগঞ্জ বাস মালিক সমিতির মৌলভীবাজার শাখা নামক বাস কাউন্টারের সম্মুখে এক লোক বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য এসআই মাহবুবুল আলমকে ফোর্সসহ ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে হিরো ভূঁইয়া নামে একজনকে আটক করে। আটককৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দারাগাও গ্রামের স্বপন ভূঁইয়ার ছেলে।

পরে আসামির কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো আলাদা আলাদা ৫ প্যাকেটে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ টাকা।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here