মণিপুরী কমপ্লেক্স পরিদর্শনে কমলগঞ্জে ভারতীয় ডেপুটি হাই কমিশনার

0
453
মণিপুরী কমপ্লেক্স পরিদর্শনে কমলগঞ্জে ভারতীয় ডেপুটি হাই কমিশনার

শাব্বির এলাহী,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ কমলগঞ্জে মণিপুরি কালচারাল কমপ্লেক্স পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিনয় জর্জ।  শুক্রবার (২৯ অক্টোবর ২০২১) বিকাল তিনটায় ভারতীয় সরকারের অর্থায়নে আদমপুরে স্থাপিত মণিপুরী কালচারাল কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

এ সময় তার সাথে ছিলেন ভারতীয় সহকারি হাইকমিশনার নিরাজ কুমার জাসওয়াল, ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী সঞ্জয় দে। তারা মণিপুরী কালচারাল কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত কম্পিউটার ট্রেনিং সেন্টার, মণিপুরী তাঁত শিল্প, ডরমেটরী,গেস্ট হাউস পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মণিপুরি কালচারাল কমপ্লেক্সের আহবায়ক জয়ন্ত সিংহ, সদস্য সচিব রবি কিরণ রাজেশ, সদস্য নীলচাঁন সিংহ, শৈলতন সিংহ, ইবুংহাল শ্যামল প্রমূখ মণিপুরী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে ডেপুটি হাই কমিশনার বিনয় জর্জ বলেন, মণিপুরী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বজায় রাখতে এ কমপ্লেক্সে ভারত সরকারের সহযোগীতা অব্যাহত থাকবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here