ভৈরবগঞ্জ বাজার কমিটি নির্বাচনে আনারস প্রতীক নিয়ে সম্পাদক পদে লড়ছেন দিপলু আহমেদ টিক্কা

0
181

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়ন এর অন্তর্গত “ভৈরবগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি”র নির্বাচন আগামী কাল ২৯ ডিসেম্বর’২০২২ ইং সালের রোজ বৃহস্পতিবার সকাল থেকে অনুষ্ঠিত হবে।এতে মাত্র দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাজার ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ দিপলু আহমেদ টিক্কা।
প্রতিদ্বন্দ্বী মোঃ দিপলু আহমেদ টিক্কা ‘সায়মা ট্রেডার্স এর স্বত্বাধিকারী।তিনি বিএফএ (বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন) এর সদস্য,তার বাবার নাম মরহুম হাজী আনসার উদ্দীন আখলু মিয়া,তিনি একই ইউনিয়নের মনারগাঁও এলাকার বাসিন্দা।তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন একই ইউনিয়নের মাঝডিহি গ্রামের মোঃ জাহিদ হাসান রাজু তার প্রতিক হচ্ছে চেয়ার।তিনি হাজী আঃ মতিন মছির মিয়ার ছেলে।তিনি ব্যাংক এশিয়ার লিঃ এর আউটল্যাট এজেন্ট ব্যাসায়ী।
জানা গেছে, এ নির্বাচনে ভোটার সংখ্যা মোট ৩৮৮ টি। ২৯ ডিসেম্বর-২২ সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here