ভাল কর্মের মধ্যে মানুষ বেচে থাকেঃজুড়িতে এক শোকসভায় পরিবেশ মন্ত্রী

0
157

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম বদরুল হোসেনের স্মরণে শোক সভায় পরিবেশ মন্ত্রী আলহাজ শাহাব উদ্দিন বলেন, ভাল কর্মের মাধ্যমে মানুষ আজীবন সকলের মাঝে বেচে থাকে। জুড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদরুল স্যার এক জন ভালো মানুষ ছিলেন। তিনি ছাত্র জীবন থেকে এক জন সুশৃঙ্খল নেতৃত্বের মাধ্যমে তাঁর জীবন শুরু করেছিলেন। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধেও তিনি অগ্রণী ভূমিকা পালন করে দেশকে পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করতে বদ্ধপরিকর ছিলেন। পরে তিনি শিক্ষকতাসহ চেয়ারম্যানের ও দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রতিটি কর্ম ছিল শিক্ষনীয়। এরকম মানুষ সমাজে কম পাওয়া যায়। আল্লাহপাক তাকে যেন জান্নাতবাসী করেন আমরা এই কামনায় করছি। শনিবার (২১ জানুয়ারী) জুড়ী শিশুপার্কে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম কাজলের সঞ্চালনায় শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
সভায় বিশেষ অতিথিরর বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন,বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ,এড : গোপাল দত্ত, উপজেলা আ”লীগ সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ, সাবেক চেয়ারম্যান শ্রীকান্ত দাস, শাহাব উদ্দিন লেমন, সাগরনাল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর মাষ্টার, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য বদরুল হোসেন, আ’লীগ পশ্চিম জুড়ী ইউপি সভাপতি আব্দুল কাদির দারা, পুর্ব জুড়ী ইউ পি সভাপতি আব্দুল কাদির, উপজেলা ভাইস চেয়ারম্যান রিন্কু রঞ্জন দাস, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম,উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম প্রমুখ।
সভাশেষে মিলাদ মাহফিল,দোয়া ও শিরনি বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here