ভারত মহাকাশে “টেলিকমিউনিকেশন” রকেট উৎক্ষেপণ করবে

    0
    218

    আমার সিলেট ২৪.কম.১৮ আগস্ট : ভারতের জন্য মহাকাশে রকেট উৎক্ষেপণ নতুন কিছু নয়। সবকিছু ঠিক ঠাক থাকলে সোমবার বিকেল ৫ টায় জিএসএলভি-ডি৫ নামক রকেট মহাকাশে প্রেরণ করবে ভারত। সেই লক্ষ্যে রোববার সকাল ১১ টা,৫০ মিনিটে শুরু হচ্ছে রকেট উৎক্ষেপণের কাউন্ট ডাউন।

    এক হাজার নয়শ বিরাশি কেজি ওজনের GSAT-14 নামক একটি টেলিকমিউনিকেশন স্যাটেলাইট নিদিষ্ট কক্ষপথে স্থাপনের জন্যই এত সব আয়োজন। ভারতের চেন্নাই’র শ্রী হরিকোটা থেকে রকেটটি ছাড়া হবে। উল্লেখ্য জিএসএলভি-ডি৩’র একটি উৎক্ষেপণ ১৫ এপ্রিল, ২০১০ এ ব্যর্থ হয়েছিলো। টাইমস অব ইণ্ডিয়া