বড়লেখায় ১১২ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ

    0
    232

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১২মে,এইচ আর খানঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় আজ ২৭ শিক্ষা প্রতিষ্ঠানের ১১২জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। নারীর ক্ষমতায়নে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ প্রকল্পের আওতায় প্রথমবারের মতো মৌলভীবাজারের বড়লেখায় এ কার্যক্রম শুরু হয়েছে।

    বৃহস্পতিবার (১১ মে) দুপুরে এই কার্যক্রম শুরু হয়।এতে প্রধান অতিথি হিসেবে সাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার ডা. নাজমানারা খানম।
    এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এসএম আবদুল্লাহ আল মামুনের এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব’র উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
    মৌলভীবাজার (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক আশরাফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, বর্ণি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, বাহারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ মালেক খলিলুর রহমান প্রমুখ।