বড়লেখায় নির্যাতিত মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

0
349

আফজাল হোসেন রুমেল,বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের মেয়ে শিরীন আক্তার দাবি করেছে যে কুপিয়ে রক্তাক্ত জখম করে পাশের বাড়ীর সন্ত্রাসীরা।
শিরিন আক্তার জানান ঘটনাটি ঘটেছে ২৭ জুলাই ১২টায়, ধানের বীজ তলায় হাস পড়ে নিয়ে।
এ নিয়ে মুক্তিযোদ্ধা মেয়ে শিরীন আক্তার বাদী হয়ে বড়লেখা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে হাছির আলীর পুত্র গৌছ উদ্দিন, তোতা মিয়া, শিল্পী বেগম,গৌছ উদ্দিনের মেয়ে লনি বেগম, তোতা মিয়ার মেয়ে রেনু বেগমকে বিবাদী করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো দাবি করেন,তার নিজ বসত বাড়ীতে প্রবেশ করে, শ্লীলতাহানীর চেষ্ঠা করে, চুল ধরে টানা হেচড়া করে, মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।এ ঘটনার সুষ্টু বিচার চান তিনি। তাছাড়া একজন মুক্তিযোদ্ধার মেয়ে হয়েও সুবিচার না পাওয়ার আশংকা প্রকাশ করেন তিনি।
উল্লেখিত আসামীরা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলেও তিনি জানান। মিডিয়ার মাধ্যমে সুবিচারের জন্য তিনি গপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী শাহাব উদ্দিনের এমপি’র সুদৃষ্টি কামনা করেন।
অপরদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here