বেনাপোল প্রেসক্লাব’র ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মিলন সম্পাদক বকুল

0
236
বেনাপোল প্রেসক্লাব’র ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মিলন সম্পাদক বকুল
বেনাপোল প্রেসক্লাব’র ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মিলন সম্পাদক বকুল

মোঃ ওসমান গনি, বেনাপোল প্রতিনিধি:  যশোরের বেনাপোল প্রেসক্লাব এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ¦ন্দিতায় নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মহসিন মিলন, সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব বকুল মাহবুব ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম মনি।

শনিবার ২৭ আগস্ট আনন্দঘন পরিবেশে এ নির্বাচনে ৩টি পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে সভাপতি পদে কোন প্রতিদ¦ন্দি ছিল না। নির্বাচনে মোট ভোটার ছিল ২০জন। বিকাল ৩টায় নির্বাচন শুরু হয় এবং বেলা ৫ টার মধ্যে নির্বাচন শেষ হয়।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী শাহাজান সবুজ ও নির্বাচন কমিশনার জামাল হোসেন। নির্বাচনে সাধারন সম্পাদক পদে বকুল মাহবুব ১১ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদন্দি ছিলেন রাশেদুর রহমান রাশু পেয়েছেন ৯ ভোট।

অপর দিকে সাংগঠনিক সম্পাদক পদে মনিরুল ইসলাম মনি পেয়েছেন ১৩ ভোট। তার নিকট তম প্রতিদন্দি মুসলীম উদ্দিন পাপ্পু পেয়েছেন ৭ ভোট। শন্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচিত প্রতিনিধিরা সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।