বেনাপোলে ভারতীয় ট্যাবলেট ও ইঞ্জেকশন উদ্ধার

    1
    281

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬মার্চ,এম ওসমানঃ যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা সীমান্তে অভিযান চালিয়ে সোমবার সকালে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, যৌন উত্তেজক ট্যাবলেট ও ইঞ্জেকশন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৬ হাজার ৯শ’ পিস ট্যাবলেট ও ১ হাজার ৫৮ পিস ইঞ্জেকশন উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেট ও ইঞ্জেকশন পোস্ট অপারেটিভসহ বিভিন্ন জটিল রোগে ব্যবহার করা হয়।

    তিনি আরও জানান, একই ধরনের উন্নতমানের ট্যাবলেট ও ইঞ্জেকশন বাংলাদেশের বিভিন্ন ওষুধ কোম্পানি উৎপাদন করে। ভারত থেকে অবৈধভাবে আমদানি করা ওষুধ গুলো নিম্নমানের হওয়ায় তা জীবনহানিকর। এ ধরনের নিম্নমানের ওষুধ ব্যবহারের ফলে বাংলাদেশের ওষুধ কোম্পানিতে উৎপাদন করা উন্নতমানের ওষুধ ব্যবহার ও উন্নত চিকিৎসা থেকে বাংলাদেশী জনগণ বঞ্চিত হচ্ছে।