বৃটেনে আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস পালিত

    0
    243

    আমারসিলেট24ডটকম,২৫ডিসেম্বর,ফেরদৌস রহমানঃ রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার দৃপ্ত শপথে বিশ্ব বাঙালিদের ন্যায় বৃটেনের ওয়েলসের সোয়ানসীর মরিসটনের হ্যারিয়ানার যুক্তরাজ্য আওয়ামী লীগ সোয়ানসী শাখার উদ্যোগে গত ২৪ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সমাবেশের আয়োজন করা হয়।

    সোয়ানসী আওয়ামী লীগ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. আব্দুর রকিব মিয়ার সভাপতিত্বে ও সোয়ানসী যুবলীগ সেক্রেটারি সাবেক ছাত্রনেতা ফেরদৌস রহমানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কনভেনার ওয়েলস আওয়ামী লীগ লিডার মনসুর আহমদ মকিস। বিশেষ অতিথি ছিলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের ডেপুটি কনভেনার একাত্তরের বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক, কার্ডিফ বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারি মো. হারুন তালুকদার, বঙ্গবন্ধু পরিষদ ওয়েলসের সভাপতি আলহাজ মো. ছালিক মিয়া ও সহসভাপতি আব্দুল মতিন।

    সমাবেশে বক্তব্য রাখেন সোয়ানসী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আবু সালেহ সুয়েব, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সোয়াসনীর কনভেনার হাবিবুর রহমান মকবুল, সোয়ানসী যুবলীগের সভাপতি শামীম আহমদ, সোয়ানসী আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান মনা, সহসভাপতি মনহর আলী, মুজিবুর রহমান মুজিব, ফয়জুল বারি, যুবনেতা সৈয়দ মুজিবুর রহমান, ইউকে জাসদের অন্যতম নেতা আহমদ পারভেজ, মুক্তার আলী, আনোয়ার হোসেন, আব্দুল খালিক, দুলা মিয়া, মুজাহিদ আলী, সুমন আহমদ, এম এ রউফ, গোলাম আবু শহীদ ও আহমেদ সামি প্রমুখ।

    সভার শুরুতে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চারনেতাসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামী লীগ লিডার মনসুর আহমদ মকিস বলেন, গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

    জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের  ডেপুটি কনভেনার মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক বলেন, স্বাধীনতার ৪৩ বছর পরও পাকিস্তানি প্রেতাত্মারা বাংলাদেশে ধ্বংসাত্মক তান্ডবলীলা চালাচ্ছে। তাদের প্রতিহত করতে হবে।

    প্রধান অতিথি মনসুর আহমদ মকিসসহ সকল বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ ৪০ বছর পর হলেও কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে অন্যান্য দন্ডপ্রাপ্ত রাজাকারদের ফাঁসি কার্যকর করার মাধ্যমে জাতিকে পুরোপুরি কলঙ্কমুক্ত করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।