বিল গেটসের মতে ‘৩৫সালের পর কোন দেশ গরিব থাকবে না

    0
    186

    আমারসিলেট24ডটকম,২৪জানুয়ারীঃ ২০৩৫ সাল নাগাদ এই পৃথিবীতে গরিব দেশ বলে আর কিছু থাকবে না বলে উল্লেখ করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের বার্ষিক নিউজ লেটারের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ২৫ পৃষ্টার একটি প্রতিবেদনে এ মত প্রকাশ করেছেন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটস। তিনি বলছেন, পৃথিবী এখন আগের যে কোনো সময়ের চেয়ে ভাল জায়গা। তিনি আরও বলেন, উন্নয়নশীল বলা হয় এমন অনেক দেশ ইতোমধ্যে উন্নত দেশে পরিণত হয়েছে। গরিব দেশগুলোও আর বেশিদিন গরিব থাকবে না। আমি যথেষ্ট আশাবাদী। আমি ভবিষ্যতবাণী করতে চাই, ২০৩৫ সাল নাগাদ এই পৃথিবীতে প্রায় কোনো দেশই আর গরিব থাকবে না। মাইক্রোসফটের খণ্ডকালীন চেয়ারম্যান বিলের ধারণা, ওই সময় অধিকাংশ দেশই হবে নিম্ন-মধ্যম আয়ের, অথবা তার চেয়ে ধনী। তার বিশ্বাস, প্রতিটি গরিব দেশই তুলনামূলকভাবে ধনী প্রতিবেশীদের কাছ থেকে শিখবে, নতুন টিকা, নতুন বীজ উদ্ভাবন থেকে উপকৃত হবে এবং বিশ্বজুড়ে ঘটে চলা ডিজিটাল বিপ্লবের সুবিধা পাবে। যে কোনো হিসাবেই পৃথিবী এখন আগের যে কোনো সময়ের চেয়ে ভাল জায়গা। মানুষের আয়ু বেড়েছে, জীবন হয়েছে সুস্থ। গত ২৫ বছরে চরম দরিদ্র মানুষের সংখ্যা কমে অর্ধেক হয়েছে। শিশুমৃত্যু কমে এসেছে। যেসব দেশ সাহায্যের ওপর নির্ভর করে চলত এখন তাদের অনেকেই স্বনির্ভর।