বিদ্যালয়ের তালা ভেঙ্গে রেকর্ডপত্র তছনছ করে দুর্বৃত্তরা

    0
    223

    আমারসিলেট24ডটকম,০২ফেব্রুয়ারীঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে অফিস কক্ষের তিনটি ষ্টিল আলামারীর ও তালা ভেঙ্গে রেকর্ডপত্র তছনছ করে একদল দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, দুর্বৃত্তরা প্রথমে দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে তিনটি ষ্টিল আলমারীর তালা ভেঙ্গে খাতাপত্রসহ রেকর্ডপত্র তছনছ করে। এ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বারী  জানান, এঘটনার পূর্বে আরও একবার একদল দুর্বৃত্তরা এ স্কুলের তালা ভেঙ্গে ভিতর থেকে ৫টি প্লাষ্টিকের চেয়ার নিয়ে যায়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি জিডি করা হচ্ছে বলে বিদ্যালয় প্রধান শিক্ষক জানান। কমলগঞ্জ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইফতেখার হোসেন ভূঁইয়া বলেন, পুলিশি সহায়তা নিয়ে তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। কমলগঞ্জ থানার ওসি(তদন্ত) বদরুল ইসলাম বলেন বিদ্যালয় কর্তৃপক্ষ জিডি করলে তদন্ত ক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।