বাহুবলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শ্রীমঙ্গলের চালক নিহতঃআহত-২

0
151

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর ফিলিং ষ্টেশন এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে রাজন মিয়া (২৭) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে।

নিহত রাজন মৌলভীবাজার জেলা ট্র্যাক ট্যাংকলরী পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্র ২৪০৩ এর অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্য ও শ্রীমঙ্গল উপজেলার বরুনা চৌধুরী বাড়ীর বাসিন্দা।তার পিতার নাম মৃত সোহরাব উদ্দিন।
গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) ভোরে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্রীমঙ্গলগামী একটি ট্রাকের সাথে অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়।
এতে ১ জন নিহত ও দুই জন আহত হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ জানান,গতকাল বা’দ মাগরিব বরুনা গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here