বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের নির্বাচনে জাকারিয়া-আমিন পরিষদ নির্বাচিত

0
75

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে (২০২৩-২০২৫) কেন্দ্রীয় কার্যকরী সংসদ নির্বাচনে সব ক’টি পদে জয়লাভ করেছে জাকারিয়া-আমিনুর পরিষদ।

আজ রোববার দেশের ১৬৫ বাগানের ১২টি অঞ্চলের ১২টি ভোট কেন্দ্রে কোন প্রকার ঝামেলাবিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে ২৩৩১ জন ভোটারের মধ্যে ২২৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
কেন্দ্রগুলোতে ভোট গণনা শেষে রাত পৌনে ১২টায় শ্রীমঙ্গলে কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন সাব কমিটির আহবায়ক আতাউর রহমান। নির্বাচনে সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ চেয়ার প্রতীক নিয়ে ১৫৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি মাহবুব রেজা বটগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৬০৮ ভোট। সহ-সভাপতি ২টি পদে কংকন জ্যোতি ভট্টাচার্য দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ১২০৫ ভোট ও শেখ কাওছার মিয়া ছাতা প্রতীক নিয়ে ১০৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আমিনুর রহমান মই প্রতিক নিয়ে ১০৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সঞ্জয় কান্তি ভট্টাচার্য (ঢাকা) পেয়েছেন ৭৫৪ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আলমগীর চৌধুরী হরিণ প্রতীক নিয়ে ১৪৮২ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে। তাঙ্গেশ রঞ্জন দেব বাইসাইকেল প্রতীক নিয়ে ১১২৬ ভোট, কোষাধ্যক্ষ পদে সুরঞ্জিত দাস কবুতর প্রতীক নিয়ে ১২৪৮ ভোট, প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক পদে ইব্রাহিম মিয়া মোরগ প্রতীক নিয়ে ১০৭০ ভোট, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাহমুদুর রহমান রাসেল চশমা প্রতীক নিয়ে ১০২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও আঞ্চলিক প্রতিনিধি পদে নির্বাচিতরা হলেন নর্থ সিলেট অঞ্চল সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, জুড়ী অঞ্চল সভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক লিটন দাশ, লংলা অঞ্চল সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ লিমন-মনু অঞ্চল। সভাপতি তানভীর হাসান, সাধারণ সম্পাদক পদে দিলীপ যাদব, দলই অঞ্চল সভাপতি মন্তাজ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমন দেবনাথ, বালিশিরা উত্তরাঞ্চল সভাপতি নীলমোহন সিংহ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, বালিশিরা পূর্বাঞ্চল সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বালিশিরা পশ্চিমাঞ্চল সভাপতি পদে বদরুল আলম, সাধারণ সম্পাদক শ্রীকান্ত আহীর- লস্করপুর পূর্বাঞ্চল সভাপতি দেবদাশ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সুলতান আহমদ লস্করপুর উত্তর সভাপতি সুনীল বিশ্বাস, সাধারণ সম্পাদক বিক্রম সিংহ লস্করপুর পশ্চিমাঞ্চল সভাপতি আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এবং চট্টগ্রাম অঞ্চল সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক পদে অসিম চাকমা।

প্রসঙ্গত, দেশের ১৬৫ টি চা বাগানে ১২ টি কেন্দ্রের মাধ্যমে ২৩৩১ জন ভোটারের মধ্যে ২২৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
১২টি অঞ্চল হলো চট্টগ্রামের ফটিকছড়ি,সিলেটের জৈন্তাপুর, মৌলভীবাজারের জুড়ী, কুলাউড়া, কমলগঞ্জ শ্রীমঙ্গল,হবিগঞ্জের বাহুবল, চুনারুঘাট ও মাধবপুর।নিউজ আপডেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here