বদর নেতা আশরাফ ও মঈনুদ্দিনের রায় আজ

    0
    243

    আমার সিলেট  24 ডটকম,০৩নভেম্বরঃ ৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় পলাতক আল বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মঈনুদ্দিনের বিরুদ্ধে আজ রবিবার রায় ঘোষণা করা হবে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ এ রায় ঘোষণা করবে। গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন এ খবর জানান।প্রসিকিউশনের পক্ষ থেকে এ দুই বদর নেতার বিরুদ্ধে একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ১১টি অভিযোগ আনা হয়। প্রসিকিউশনের দাবি, চৌধুরী মইনুদ্দিন ও আশরাফুজ্জামান খান ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশের বুদ্ধিজীবীদের অপহরণ করে রায়ের বাজার বদ্ধভূমিতে হত্যা করে। তাদের বিরুদ্ধে শিক্ষাবিদ মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনীর চৌধুরী, সাংবাদিক সেলিনা হোসেনসহ ১৮ বুদ্ধিজীবী হত্যার অভিযোগ আনা হয়।অভিযোগপত্রে বলা হয়, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অপারেশন ইনচার্জ ছিল চৌধুরী মঈন উদ্দিন ও চিফ এক্সিকিউটর ছিলেন আশারাফুজ্জামান খান। আদেশ অনুযায়ী তারা ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু করেন ট্রাইব্যুনাল। তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে দুই আইনজীবীকেও নিয়োগ দেয়া হয়।এ মামলার দুই তদন্তকারী কর্মকর্তাসহ প্রসিকিউশনের পক্ষে মোট ২৫ জন সাক্ষ্য দিয়েছেন। ১৫ জুলাই প্রথম সাক্ষী হিসেবে নিজের জবানবন্দি উপস্থাপন করেন শহীদ অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদের ভাগ্নি মাসুদা বানু রত্ন। বর্তমানে আশরাফ যুক্তরাষ্ট্রে  এবং চৌধুরী মঈনুদ্দিন যুক্তরাজ্যে রয়েছেন।