বড়লেখার মোহাম্মদ নগর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

0
218
বড়লেখার মোহাম্মদ নগর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
বড়লেখার মোহাম্মদ নগর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হচ্ছে।

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদ নগর বাজারে একের পর এক হচ্ছে ব্যবসায়ীদের দোকান চুরি, এ উপলক্ষে বুধবার (২৫ মে)  রাত ৭ ঘটিকার সময় মোহাম্মদ নগর বাজারে এক বিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫নং দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ বাবলু,  শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান মনা।  

এসময় উপস্থিত ছিলেন,  এস আই মাসুক মিয়া, মোহাম্মদ নগর বাজার কমিটির সভপতি কাজল দাস, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, কোষাধ্যক্ষ আক্তার হোসেন, সদস্য রিপন আহমেদ, বকুল দাসসহ উপস্থিত ছিলেন বাজার কমিঠির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্য ও স্থানীয় অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন “বাজারের সিসি ক্যামেরায় যে চুরের ছবি পাওয়া গেছে তাকে আটক করার জন্য আমরা চেষ্টা করতেছি, আমরা খুব দ্রুত তাকে ধরে আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থা করব।“

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here