বড়লেখায় ভ্রাম্যমাণ আদলতের পৃথক অভিযানে ১৭ জনের জরিমানা:১ জনের কারাদণ্ড

0
58

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার (১ জুন) দুপুরে অভিযান চালিয়ে ১৭ জন মোটরসাইকেল আরোহিকে ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে। এছাড়া বুধবার রাতে পৌরশহরের বারইগ্রাম এলাকায় গাঁজা বহন ও সেবনের দায়ে নাজির আহমদ নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, সড়ক পরিবহন আইনে ১৭ মামলায় ১১ হাজার ৫০০ টাকা এবং এর আগে বুধবার রাতে এক যুবককে গাঁজা বহন ও সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০ টাকা জরিমানা করেছে। প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here