বড়লেখায় আগাম বৃষ্টিতে সবুজে ভরে গেছে চা বাগান:পাতা উত্তোলন শুরু

0
95

আফজাল হোসেন রুমেল,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চা বাগানগুলোতে শুরু হয়েছে নতুন পাতা সংগ্রহ। আগাম বৃষ্টিপাত এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার চায়ের উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ মৌসুমে আগাম বৃষ্টিপাত আর আবহাওয়া অনুকূলে থাকায় রেকর্ড পরিমাণ চা উৎপাদনের আশা বাগান মালিকদের। তাই নতুন চারা রোপণ, পোকামাকড় দমনসহ বাগান পরিচর্যায় ব্যস্ত তারা।

তিন মাস বন্ধ থাকার পর চলতি বছরের প্রথম চা পাতা উত্তোলন শুরু হওয়ায় খুশি শ্রমিকরাও, পুরাতন চা-গাছের বদলে উচ্চ ফলনশীল জাতের কলম চারা রোপণসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে দেশের চা বাগানগুলোতে, যার ফলে দিনদিন উৎপাদন বাড়ছে, এ ধারা অব্যাহত থাকলে আগামীতে চা রপ্তানী সম্ভব বলে মনে করছেন চা সংশ্লিষ্টরা।

সরেজমিনে গিয়ে দেখা যায় বড়লেখা উপজেলার বাংলাদেশ চা বোর্ডের অধীনে নিউ সমনবাগ চা বাগান ও পাথরিয়া চা বাগানে নতুন সবুজ চা সংগ্রহ চলছে।

চা সংগ্রহ কালে উপস্থিত ছিলেন নিউ সমনবাগ চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ আলী খান, সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ আল নোমান, বাগানের একাউন্টেট বাবু বিমল দে, প্রধান ঠিলা করনিক শিবা নন্দ দত্ত (টিংকু) গংগেশ রঞ্জন দেব বাংলাদেশ টি স্টাফ এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক, অফিস করনিক বাবু রামসুজন ভর, বাবু কৃপাময় দাস পিংকু, দীপক কুর্মি, সাংবাদিক অজিত দাস প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন নিউ সমনবাগ চা শ্রমিক নেতা রাসবিহারী রবিদাস, সাবেক পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ণ কালোয়ার, বিশিষ্ট রাজনীতি বিদ মিঠুয়া রবিদাস (দাসু) সর্দার, সিতারাম গড়াইত ( সর্দার), বিভিন্ন স্তরের নেতৃ বৃন্দ,চা শ্রমিক বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here