নিজস্ব প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর ২০২২) মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে শ্রীমঙ্গলের জাগছড়া চা-বাগানের সোনাছড়া ডিভিশন মাঠে মবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক পুলিশ মহড়ার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জানা যায়,জেলা পুলিশের সদস্যদের কর্ম দক্ষতা বৃদ্ধি, নিয়মানুবর্তিতা, নীতি নৈতিকতা ও সদাচরণসহ বিভিন্ন বিষয়ে পুলিশের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই মহড়ার আয়োজন।
সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সুমন এই মহড়ার উদ্বোধন করেন।

অংশগ্রহণকারীদের সূত্রে জানা যায়,এতে মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ১০৫ জন সদস্য ৫ দিনব্যাপী মবিলাইজেশন কন্টিনজেন্ট মহড়ায় অংশগ্রহণ করেছেন।
জেলা পুলিশ সুপার মহড়ায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে তিনি বলেন,”মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং সমাজ থেকে অপরাধ দমনে সবাইকে সতর্ক হয়ে কাজ করতে হবে। নিজের দক্ষতা দিয়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাসহ সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা পালন করতে হবে।”
উক্ত মহড়ায় আরো উপস্থিত ছিলেন,হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার(এডমিন এন্ড ফাইন্যান্স)। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মোহসীন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সীসহ অংশগ্রহণকারী পুলিশ সদস্য প্রমুখ।