পুলিশের চোখে স্প্রে করে সিলেটের এক আসামিসহ ২ আসামিকে ছিনিয়ে নিলো জঙ্গীরা

0
156

আমার সিলেট ডেস্কঃ আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিলেট সুনামগঞ্জের এক জঙ্গিসহ দুই জঙ্গি আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজধানী জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

রবিবার (২০ নভেম্বর২০২২) বিকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমরা রেড অ্যালার্ট জারি করেছি এবং এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

আজ রোববার দুপুর ১২টার পর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের চোখে স্প্রে নিক্ষেপ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সহায়তাকারী অন্যান্য জঙ্গিরা।

দণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামি হলেন- মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। শামীমের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে। তাদের ধরতে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে বলে ডিএমপি কমিশনার গণমাধ্যমকে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here