পাশ্চাত্য আহ্বান উপেক্ষা করে রাশিয়ার সাথে সংযুক্ত আরব আমিরাতের জোট

0
287
পাশ্চাত্য আহ্বান উপেক্ষা করে রাশিয়ার সাথে সংযুক্ত আরব আমিরাতের জোট
পাশ্চাত্য আহ্বান উপেক্ষা করে রাশিয়ার সাথে সংযুক্ত আরব আমিরাতের জোট

আমারসিলেট ডেস্কঃ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আমেরিকা এবং ইউরোপীয় মিত্র দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপের পর আন্তর্জাতিক বাজারে সৃষ্ট তেলের সংকট নিরসনের জন্য পাশ্চাত্য যে আহ্বান জানিয়েছে তা উপেক্ষা করেছে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির জ্বালানি মন্ত্রী সোহায়েল আল-মাজুরি বলেছেন, রাশিয়া হচ্ছে আন্তর্জাতিক তেলের বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। প্রতিদিন তারা এক কোটি ব্যারেল তেল রপ্তানি করে। ইউক্রেন সংকটের এই সময়ে কোনো দেশের পক্ষে এত বিপুল পরিমাণ তেলের যোগান দেয়া সম্ভব নয়।

মাজুরি আটলান্টিক পরিষদে দেয়া বক্তৃতায় একথা বলেছেন।

তিনি বলেন, “ওপেকভুক্ত দেশগুলোর উচিত ঐক্যবদ্ধ থাকা এবং রাজনীতিকে এই সংস্থার মধ্যে টেনে না আনা। আমরা সবসময় বিশ্বাস করি- দেশ হিসেবে আমরা যা করি না কেন, যখন তেল উত্তোলনের প্রশ্ন আসবে তখন আমাদেরকে রাজনীতির বাইরে থাকতে হবে।”

সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব হচ্ছে আমেরিকা ও ইউরোপের ঘনিষ্ঠ দুই মিত্র দেশ। তা সত্ত্বেও ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা করে নি তারা এবং আমেরিকা ও ইউরোপের পক্ষ থেকে তেলের উৎপাদন বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছিল তাও রাখেনি। দেশ দুটি বলেছে তারা ওপেকের ঐক্য ভঙ্গ করার ঝুঁকি নিতে পারবে না।পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here