পঞ্চগড়ে অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে হত্যা করায় মৌলভীবাজারে মানববন্ধন  

    0
    211

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭ফেব্রুয়ারী,আলী হোসেন রাজনঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে সন্তু গৌড়িয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যাসহ ধর্মী নেতাদের উপর হামলা করায় মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা পরিষদ।

    আজ সকাল সাড়ে এগারোটায় শহরের চৌমোহনা চত্ত্বরে  হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা পরিষদের যৌথ উদ্দোগে মানববন্ধন কর্মসূচীতে ধর্মীয় প্রতিষ্টান, ঐক্য পরিষদ,পূজা পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ সাধারন মানুষ অংশ নেন। পরে নিহির কান্ত দেব মিন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এড. মাখন লাল দাশ, এড. পিযূষ কান্তি সেন,আশু রঞ্জন দাশ, রাধা পদদেব সজল, এড.বিশ্বজিত ঘোষসহ অনেকে। এ ছাড়াও ঐক্য পরিষদ ও পূজা পরিষদের প্রমথ পাল, প্রান গোপাল রায়, শ্যামল দাশ, এড.দীপ্তেন্দু দাশগুপ্ত, নকুল দাশ, শিব প্রসন্ন ভট্টাচায্য,সুজিত দাশ,এড. পার্থ সারথি পাল উপস্থিত ছিলেন।

    প্রতিবাদ সমাবেশে বক্তারা প গড়ের দেবীগঞ্জে সন্তু গৌড়িয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যাসহ সংখ্যালঘু ধর্মী নেতাদের উপর হামলার তীব্র নিন্দা জানান। এছাড়া ধর্মীয় সংখ্যালঘু নেতাদের নিরাপত্তা, দূর্বৃত্তদের হামলা বন্ধ সহ অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীও জানান বক্তারা।