নড়াইল সদর উপজেলায় ‘প্রানী সম্পদ প্রদর্শনী-২১” অনুষ্ঠিত

0
917
নড়াইল সদর উপজেলায় 'প্রানী সম্পদ প্রদর্শনী-২১” অনুষ্ঠিত
নড়াইল সদর উপজেলায় 'প্রানী সম্পদ প্রদর্শনী-২১” অনুষ্ঠিত

সুজয় বকসী, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে দিনব্যাপী সদর উপজেলা পর্যায়ের “ প্রানী সম্পদ প্রদর্শনী-২০২১” অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সদর উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নড়াইলের আয়োজনে প্রানীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি )সহযোগীতায় প্রানীসম্পদ অধিদপ্তর,মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয় ব্যাবস্থাপনায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
গরু, ঘোড়া, ভেড়া ,গারুল , ছাগল,ময়না পাখি, কবুতরসহ বিভিন্ন পশু পাখির ৩০টি ষ্টল এ প্রদর্শণীতে স্থান পায়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে , কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, নড়াইল পৌরসভা মেয়র আঞ্জুমান আরা , সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জিল্লুর রহমান, ডেইরী মালিক সমিতির সভাপতি অ্যাডঃ হেমায়েত উল্লঅহ হিরু, সরকারি কর্মকর্তা, সাংবাদিক,এনজিও প্রতিনিধি, সদর উপজেলা অফিস ও সদর উপজেলা প্রানী সম্পদ অফিসের কর্মকর্তাগণ , খামারীরা এ সময় উপস্থিত ছিলেন।