নড়াইলে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গনজমায়েত

    0
    219

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫মার্চ,নড়াইল প্রতিনিধি:২৫ মার্চ গণহত্যা দিবসে নড়াইলে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৫ মার্চ) বিকাল ৫টায় মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন ম  নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে নড়াইল চৌরাস্তায়এ গন জমায়েত অনুষ্থি হয়। মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চ  নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি বকতিয়ার হোসেনের সভাপতিত্বে গণজমায়েতে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মে র সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ূন কবীর।  জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মো: সোহরাব হোসেন বিশ্বাস, এ্যাডঃ ফজলুর রহমান জিন্নাহ, জেলা মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মে র সাধারণ সম্পাদক মো: হেলাল মোল্যা, এ্যাডঃ সৈয়দ মোহাম্মদ আলী, এ্যাডঃ সিদ্দিক আহম্মেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জাহানারা ওয়াহিদ, নারী নেত্রী আঞ্জুমান আরা, জেলা পরিষদের সদস্য রওশন আরা, সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, অ্যাডভোকেট রমা রানী রায়, সদর উপজেলা মে র সাধারণ সম্পাদক মো: আনোয়ারুল কবীর, পৌরসভার সভাপতি মো: ইস্্রাইল হোসেন শেখ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এসএ বাকি প্রমুখ।

    উল্লেখ্য, সেই ভয়াল ও বীভতস্ কালরাত্রির স্মৃতিবাহী ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। একাত্তরের অগ্নিঝরা এই দিনে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস ও বিভীষিকাময় কালরাত্রি। এ রাতে বর্বর পাক বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে স্বাধীনতাকামী বাঙালির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আর এদিন বাঙ্গালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংস বর্বরতা।