নড়াইলে হিন্দু ধর্মবলম্বীদের দূর্গোপুজায় মহাঅষ্টমী ও কুমারী পূজাঁ অনুষ্ঠিত

0
94

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে হিন্দু ধর্মবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের মহাঅষ্টমী পূজাঁ ও কুমারী পূজাঁ অনুষ্ঠিত হয়েছে।
এ বছর জেলায় ৫৮৩ টি দূর্গাপূজাঁ অনুষ্ঠিত হচ্ছে । আজ সোমবার ৩অক্টোবর মহাঅষ্টমি, এই অষ্টমিতে অশুর নিধনের জন্য কিশোরীকে কুমারী সাজিয়ে পূজাঁ করা হয়।
নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে কুমারী পূজাঁ অনুষ্ঠিত হয়। অশুর বধের জন্য এই দিনে দেবী দূর্গা কুমারী রূপ ধারন করে অশুররূপী শত্রু নিধনে মত্ত হন। সেই থেকে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় মহাঅষ্টমিতে কুমারী পূজাঁ করে আসছে। তাই মহাঅষ্টমিতে কিশোরীকে মাতৃরুপে কুমারী সাজিয়ে মন্দিরে মন্দিরে চলে পূজাঁ অর্চনা ও দেবীর আরাধনা । নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে কুমারী পূজাঁর অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোসসহ নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের কর্মকর্তা ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া শহরের বাধাঁঘাট সার্বজনিন কেন্দ্রীয় দূর্গা মন্ডপ, মিতালী সংঘ, টাউন কালীবাড়ি, রুপগঞ্জ বাজার কালীবাড়ি, নিশিনাথতলা, মহিষখোলা,চরের ঘাট, সূর্য্যসেন ক্লাবসহ জেলার বিভিন্ন পূজাঁ মন্ডপে অষ্টমী পূজাঁ অনুষ্ঠিত হয়েছে। অষ্টমী পূজাঁর অঞ্জলী দিতে প্রতিটি পূজাঁ মন্ডপে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভক্তদের দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here