নড়াইলের লোহাগড়ায় ‘অনেক প্রাণের দামে কিনেছি’ থিয়েটার মঞ্চস্থ

0
388
নড়াইলের লোহাগড়ায় 'অনেক প্রাণের দামে কিনেছি' থিয়েটার মঞ্চস্থ


সুজয় কুমার বকসী, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উযদাপন উপলক্ষে “অনেক প্রাণের দামে কিনেছি” থিয়েটার মঞ্চস্থ হয়েছে। শনিবার ৮ ডিসেম্বর রাতে লোহাগড়ার ইতনা ইউনাইটেড ক্লাব মাঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৯৭১ সালের পাকিস্থানী হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার বধ্যভ’মিতে “গণহত্যার পরিবেশ থিয়েটার” শিরোনামে বিশেষ কার্যক্রমের আওতায় এ থিয়েটার পরিবেশিত হয়। শহিদুল্লাহ শাহীন এর রচনা, পারিকল্পনা ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমির ব্যাবস্থাপনায় নড়াইলের ১শত ২০ জন শিল্পীর অংশগ্রহনে ১৯৭১ সালের লোহাগড়ার ইতনার গণহত্যার কাহিনী নিয়ে রচিত এ থিয়েটার মঞ্চস্থ করা হয়।
ঢাকা থেকে ভার্চয়ালী যুক্ত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তুজা।
ঢাকা থেকে ভার্চয়ালী যুক্ত থেকে স্বগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহম্মদ হাবিববুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসনিলা পারভিন,নড়াইল পৌর সভার মেয়র আঞ্জুমান আরা,লোহাগড়া পৌর মেয়র মোঃ মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ এস,এ, মতিন,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মলয় কুমার কুন্ডু,সরকারি কর্মকর্তা, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা, রাজনীতিবিদ. মুক্তিযোদ্ধা,সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি,বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here