নির্বাচন প্রতিহতে ১লা জানুয়ারি থেকে অসহযোগ/গণকারফিউ!

    0
    245

    আমারসিলেট24ডটকম,২৪ডিসেম্বরঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ সংবাদ সম্মেলনে চলমান সঙ্কটে বিরোধী দলের অবস্থান ব্যাখ্যা ও নতুন কর্মসূচি ঘোষণা করবেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পাঁচ দফা অবরোধের পর এবার বিরোধী দলের তরফে আসছে ঢাকা ঘেরাও কর্মসূচি। বিভিন্ন সূত্রে এমন তথ্য জানা যায়। আজ সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা দিতে পারেন।

    সূত্রটি জানায়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান অবরোধ কর্মসূচি আরও দীর্ঘায়িত হতে পারে। আগামীকাল শেষ হচ্ছে পঞ্চম দফা ৮৩ ঘণ্টার অবরোধ কর্মসূচি। কিন্তু অসহযোগ বা গণকারফিউর আগে ষষ্ঠ দফায় ফের অবরোধ কর্মসূচি ঘোষণা আসতে পারে। ৫ই জানুয়ারি একতরফা প্রহসনের নির্বাচন প্রতিহত করতে আগামী ১লা জানুয়ারি থেকে শুরু হতে পারে অসহযোগ বা গণকারফিউ বিএনপির সূত্রটি জানায়। বিএনপি ও ১৮ দলীয় জোটের শরিক দলের কয়েকজন নেতার সুত্র থেকেও এমনটিই জানিয়েছেন।