নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

0
455
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদ প্রার্থী নোমান হোসেনকে (ঘোড়া) নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিধিমালার ৭ ও  ১১ নম্বর বিধি লঙ্ঘন করে রবিবার (২১ নভেম্বর) মিছিল-শোডাউন ও জনসভা করার দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 
সোমবারে (২২ নভেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। 

মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল পদের প্রার্থীদের নির্বাচন আচরণ বিধিমালা যথাযথ পালন করতে হবে । তা না হলে নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন। প্রার্থী যত প্রভাবশালীই  হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here